চাঁচল ২: জল নিকাশির অভাবে বন্ধ সাব-মার্সিবল, জলসংকটে ত্রিশটি পরিবার
জল নিকাশির অভাবে বন্ধ হয়ে রয়েছে গ্রামের একমাত্র সাব মার্সিবল। ফলে জল সঙ্কটে ভুগছে প্রায় ত্রিশটি পরিবার। চাঁচল 2 ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের দামাইপুর গ্রামে বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ সাব মার্সিবলের বেহাল চিত্র নজরে আসে আমাদের ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, এলাকার জল সঙ্কট মেটাতে পঞ্চায়েতের তরফে সেটি বসানো হয়। কিন্তু নিকাশির ব্যবস্থা না থাকায় সেই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে রয়েছে। অবিলম্বে নিকাশি ব্যবস্থার দাবি তুলেছেন বাসিন্দারা।