মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ এলাকাবাসীদের,হত্যার অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে চাঞ্চল্য মুর্শিদাবাদের দীঘিপাড়া মোড়ে
আসামিদের ধরার দাবিতে দীঘিপাড়া মোড়ে সাব্বির সেকের দেহ রাস্তার উপর রেখে পরিবারের পথ অবরোধ। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিবারের লোকদের সঙ্গে কথা বলে আসামিদের ধরা র প্রতিশ্রুতি দেয়ার পর এই ৩০ মিনিটের পথ অবরোধ উঠে যায়। তিন দিন নিখোঁজ থাকার পর ওই এলাকার একটি নর্দমা থেকে উদ্ধার হয় সাব্বির র মৃতদেহ। আজ ময়না তদন্তের পর পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়।