ডেবরা: ডেবরা বাজার সংলগ্ন বেসরকারি আবাসে BLA-2 দের নিয়ে বৈঠকে বিধায়ক ডঃ হুমায়ুন কবীর
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুব্রত বক্সীর নির্দেশ অনুযায়ী এস আর আই নিয়ে ব্লকে ব্লকে বিধায়ক দের ব্লক স্তরের সমস্ত নেতাদের নিয়ে বৈঠক করতে। সেই মতে ডেবরা বিধানসভার বিধায়ক ড হুমায়ুন কবীর ডেবরাতে বি এল এ ২ এবং ব্লক ও জেলা স্তরের সমস্ত নেতৃত্ববৃন্দ, পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যবৃন্দ এবং ব্লক স্তরের পদাধিকারী শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ববৃন্দদের সোমবার বিকেল চারটি নাগাদ বৈঠক করেন।