তুফানগঞ্জ ১: নাটাবাড়ি দেবত্র চাড়াল জানিয়ে এলাকা থেকে নিখোঁজ বয়স ৬১ এর এক বৃদ্ধা, নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের থানায়
বৃহস্পতিবার নিখোঁজ বৃদ্ধার পরিবারের লোকজন তুফানগঞ্জ থানায় লিখিতভাবে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। ওই বৃদ্ধার নাম ফুল রানী দাস। পরিবারের তরফ থেকে জানা গেছে বুধবার সকালে খাবারের জন্য পানীয় জল তুলে ঘরে রাখেন এরপর এই ঘর থেকে বের হন কিন্তু আর বাড়িতে ফেরেন নাই। বাড়ির লোকজন ভেবেছিল প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিল। শেষে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তুফানগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন।