পান্ডুয়া: পান্ডুয়া স্টেশন বাজার মাতৃ সংঘের পরিচালনায় এক স্বেচ্ছায় রক্তদান উৎসব হয়ে গেল মাতৃ সংঘের পূজা মন্ডপে
Pandua, Hooghly | Sep 14, 2025 পান্ডুয়া স্টেশন বাজার মাতৃ সংঘের পরিচালনায় এক স্বেচ্ছায় রক্তদান উৎসব হয়ে গেল মাতৃ সংঘের পূজা মন্ডপে। আজ রবিবার রাত আটটা নাগাদ ক্লাবের পক্ষ থেকে জানান হয় প্রত্যেক বছর উৎসবের মরশুমে মুমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে উৎসবের মোরসুমের আগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকে পান্ডুয়া স্টেশন বাজার,,