বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সারাদিন ধরেই পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ অঞ্চলের নাড়াগড়িয়া ও আচকদা গ্রামে তৃণমূলের উন্নয়নের পাঁচালি নিয়ে মিছিল ও পথসভার মধ্য দিয়ে সরকারের উন্নয়নমুখী কাজগুলি তুলে ধরা হল।নিতুড়িয়া ব্লক তৃণমূলের সভাপতি অমর চন্দ্র মাজী রবিবার রাত্রি 9টা নাগাদ জানান,রবিবার প্রায় সারাদিন ধরেই নিতুড়িয়া ব্লকের বিভিন্ন এলাকায় উন্নয়নের পাঁচালি কর্মসূচি হয়।