গাজোল: ১ মহিলা ছাগলের জন্য আম গাছের পাতা পারতে গিয়ে,আম গাছের ডাল ভেঙে মাথার উপর পড়ে মৃত্যু হয়েছে হাড়িভাঙ্গা গ্রাম এলাকায়
Gazole, Maldah | Nov 10, 2025 এক মহিলা ছাগলের জন্য আম গাছের পাতা পারতে গিয়ে,আম গাছের ডাল ভেঙে মাথার উপর পড়ে গুরুতর আহত হয়। এরপর এলাকাবাসীরা আহত ওই মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে।এরপর গুরুতর আহত ওই মহিলার অবস্থা অবনতি হলে পরে। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। জানা গিয়েছে আহত ওই মহিলার নাম ঝুমু সরকার, আনুমানিক বয়স 45 বছর, বাড়ি গাজোল ব্লকের করর্কচ অঞ্চলের হাড়িভাঙ্গা গ্রাম এলাকায়। এরপর ওই মহিলা মালদা মেডিকেল কলেজ হ