ক্যানিং ১: পিকনিকের মেজাজে দিন কাটালেন দুঃস্থ ও অসহায় বৃদ্ধ বৃদ্ধারা, তালদিতে খুশির হাওয়া, কিন্তু কেন!
সামনেই দুর্গাপুজো, পুজোয় সকলেই চায় নতুন জামাকাপড়। কিন্তু জীবন সায়াহ্নে উপস্থিত কিছু মানুষ এমনও রয়েছেন যারা ভীষণ অসহায়। দুবেলা দুমুঠো ভাতও তাঁদের ছেলে মেয়েরা দেন না। ফলে অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি বেছে নিতে হয় অনেককেই। কেউ বা রাস্তার পাশে, স্টেশান চত্বরে কোনমতে মাথা গুঁজে পড়ে থাকেন জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়ে দেওয়ার আশায়। আর এই সব দুঃস্থ, অসহার বৃদ্ধ, বৃদ্ধাদের খুঁজে এলাকার প্রায় ৩০ জন অসহায় মানুষকে নিয়ে দুর্গাপুজোর আগে একটা দিন হই হই করে কাটাল