আউশগ্রাম ২: আড়াই দশকের আউশগ্রামের পল্লীশ্রীর রাস উৎসব ঘিরে মাতোয়ারা এলাকাবাসী, বসলো কবিগানের আসর
আউশগ্রামের পল্লীশ্রীর রাস উৎসব ঘিরে মাতোয়ারা এলাকাবাসী। আর এই রাস উৎসব উপলক্ষ্যে সেখানে কবিগানের আসর বসে। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৮টা নাগাদ সেই কবিগান দেখতে ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পল্লীশ্রী গ্রাম লাগোয়া অজয় নদের ভিতরে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। দীর্ঘ আড়াই দশক ধরে সেখানে এই রাস উৎসব পালিত হচ্ছে। ফলতো এই রাস উৎসব ঘিরে মুখিয়ে থাকেন স্থানীয়রা।