দিনহাটা ১: দিনহাটা তেরাপন্থ ভবনে তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়
দিনহাটা তেরাপন্থ ভবনে তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরটি বিশ্বের ৭৫টি দেশে একযোগে আয়োজিত হচ্ছে বলে জানা গেছে। বুধবার দুপুর ১২টা নাগাদ উদ্যোক্তারা জানান দিনহাটায় আয়োজিত এই শিবিরে স্থানীয়রা বিপুল সংখ্যায় অংশ নেন এবং রক্তদান করেন। এই শিবিরের মাধ্যমে দিনহাটায় ১০১ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রক্তদান কর্মসূচিতে উপস্থিত এক উদ্যোক্তা জানান, "এটি একটি বৈশ্বিক উদ্যোগ।