বারাসাত ১: কালী পূজার সময় বারাসাত শহরে ট্রাফিক ব্যবস্থা নিয়ে বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি পুলিশ সুপার
কালীপুজো মানেই বারাসাত, আর সেই সময় ট্রাফিকের ব্যবস্থা কেমন থাকছে কোথায় কোথায় নো এন্ট্রি থাকছে এইসব বিষয় নিয়ে আজ দুপুর ২:৩০ নাগাদ বারাসাতে জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বারাসাত জেলা পুলিশ সুপার।