ব্যারাকপুর ১: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে ভাটপাড়া থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করল ভাটপাড়া থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং ভাটপাড়া থানার যৌথ উদ্যোগে ভাটপাড়া থানা এলাকা থেকে ভিন রাজ্য থেকে নিয়ে আসা দুটি আগ্নেয়াস্ত্র এবং ১০ রাউন্ড গুলি সহ কাকিনাড়ার বাসিন্দা মোহাম্মদ আসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ, ধৃতকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। ধৃত জানান তিনি ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন।