পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শুনিয়া ঘাট থেকে ১৪৫ বস্তা বাংলাদেশি সুপারির উদ্ধার করল কাঁথি থানার পুলিশ |জানা গেছে রাতের অন্ধকারে জলপথকে কাজে লাগিয়ে কাঁথি থানার অন্তর্গত ৪ যুবক বাংলাদেশি সুপারি পাচার করার হচ্ছে বলে খবর পৌঁছায় কাঁথি থানায় , পুলিশ শুনিয়া ঘাট থেকে ট্রাক ভর্তি ১৪৫টি সুপারির বস্তা উদ্ধার করে এবং চারজনকে গ্রেফতার করে |ধৃতরা হলেন শুনিয়া গ্রামের বিরাজ মাইতি শান্তি গোপাল মাইতি শুভ্রাংশ মাইতি ও ছনবেড়িয়া গ্রামের বিশ্বজিত বারিক |