মিনাখাঁ: মিনাখা সার্বজনীন দূর্গা উৎসবের ৮২ তম বর্ষের থিম মৎস্য দুয়ার
মিনাখা সার্বজনীন দূর্গা উৎসবের ৮২ তম বর্ষের থিম মৎস্য দুয়ার মিনাখা বাসির কাছে মিনাখাঁ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা উৎসব একটি গুরুত্বপূর্ণ পুজো। প্রতিবছর এই পুজো কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের থিমের আয়োজন করা হয় এ বছরও তা ব্যতিক্রম হয়নি। এবছর ৮২ তম বর্ষের থিম মৎস্যদুয়ার। এই থিমের বহু বছর আগে রাজবাড়ীর দালানের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এই মৎস্যদুয়ার থিমের মধ্য দিয়ে। আগেকার দিনের রাজারা যখন কোন সভা করতেন তখন এইরকম একটি মৎস্য দুয়ারের দালানে বসে তারা