হরিণঘাটা: বেআইনি ভাবে নিষিদ্ধ শব্দ বাজি মজুত ও বিক্রির অভিযোগ, সুবর্নপুর থেকে 35 কেজি বাজি সহ গ্রেফতার 1 ব্যক্তি
বেআইনি ভাবে নিষিদ্ধ শব্দ বাজি মজুত ও বিক্রির অভিযোগ, এক ব্যক্তিকে গ্রেফতার করলো হরিনঘাটা থানার পুলিশ। ঘটনায় বিপুল পরিমাণ শব্দ বাজি উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার বিকেলে হরিনঘাটা পুলিশ খবর পায় হরিনঘাটা পুরসভার 3 নম্বর ওয়ার্ড এলাকায় বেআইনি শব্দবাজী মজুত রেখে বিক্রি করছে এক ব্যক্তি। আর এর পরই হরিনঘাটা পুলিশ 3 নম্বর ওয়ার্ডের সুবর্ণপুর এলাকায় হানা দিয়ে একটি দোকান থেকে 35 কেজি শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।