কোচবিহার ১: রাস মেলায় রাস্তার মাঝে বসা হকারদের তুলে দেওয়াওর অভিযোগ পৌর সভার বিরুদ্ধে
রাসমেলার রাস্তার মাঝে বসা হকারদের তুলে দিচ্ছে কোবিহার পৌরসভা ! হকারদের অভিযোগ পৌরসভা কে ট্যাক্স দিলেও তারা কোন কথা শুনতে চাচ্ছে না তারা বাড়তি ট্যাক্স চাচ্ছে ট্যাক্স না দিলেই প্রশাসনের সহযোগিতায় তাদের উঠিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে তারা আজ অভিযোগ করেছেন এবং বড় আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।