বহরমপুর: বহরমপুরের মেডিকেলের আউটডোর চিকিৎসা করানোর লম্বা লাইন, সুস্থ ভাবে চিকিৎসা করাতে পারে রোগীরা, সেদিকে সজাগ ডিউটিরত গার্ডরা
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরে চিকিৎসা করানোর লম্বা লাইন চিকিৎসা করাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হয় রোগীরা সেদিকে তৎপর মেডিকেলে ডিউটিরত গার্ডরা, এদিন সকাল দশটা নাগাদ মেডিকেলের আউটডোরে সেখানে দেখতে পাওয়া যায় সেই ছবি।