ঝালদা ১: ঝাড়খন্ড বেঙ্গল সীমান্তের কুকড়ু এলাকায় বুনো হাতির দল, এলাকায় চাঞ্চল্য
ঝাড়খন্ড বেঙ্গল সীমান্তের কুকড়ু এলাকায় বুনো হাতির দল, এলাকায় চাঞ্চল্য। ফের একবার বুনো হাতির দৌরাত্ম্য শুরু হয়েছে দিকে দিকে। ফসল নষ্ট করে দেওয়া, প্রাণে মেরে ফেলা সহ বিভিন্ন ধরনের খবর প্রায় দিন সামনে আসে। মঙ্গলবার বিকাল ৪ টা নাগাদ এবার ঝাড়খন্ড বেঙ্গল সীমান্তবর্তী কুকড়ু এলাকার ডাটাম জঙ্গলে বুনো হাতির একটি দল আছে বলে স্থানীয় সূত্রের খবর। যার ফলে এলাকায় চাঞ্চলের পাশাপাশি ভয়ের আবহ শুরু হয়েছে। যদিও বন বিভাগের পক্ষ থেকে সকলকে জঙ্গলের দিকে যেতে নিষেধ কর