চাঁচল ২: মেয়ের বিয়ের আগের রাতে পরিযায়ী শ্রমিকের বাড়িতে চুরি, উধাও সোনা-টাকা; চাঞ্চল্য আটঘারায়
মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা সোনার গয়না ও টাকা চুরি হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ল পরিযায়ী শ্রমিক বাবার। চাঁচল থানার আটঘারা গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগামীকাল রবিবার বাড়ির মেয়ের বিয়ে। মেয়ের বিয়েতে উপহার সামগ্রী দিতে শুক্রবার রাতে আসবাবপত্র কিনতে বের হয় পরিবারের সদস্যরা। শনিবার সকালে সোকেশের লকার খুলে হাত দিতেই মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের গৃহকর্তার।