মৃতের নাম কামিউল ইসলাম(৫০)। রামপুরহাট থানারই মহেন্দ্রপুরে তাঁর বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভির্ত করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।