কাটোয়া ১: কাটোয়া পৌর এলাকায় এবার ভুতুড়ে ভোটারের খোঁজ, একটি বুথেই ৪৩ জন মৃত ভোটার!
কাটোয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৭৯ নম্বর বুথে ৪৩ জন মৃত ভোটারের নাম তালিকায় রয়ে যাওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। বিজেপির নগর মণ্ডলের সভাপতি সুমন দেবনাথের দাবি, কারও মৃত্যু ২০ বছর আগে, কারও ১০ বা ৭ বছর আগে হলেও তাঁদের নাম এখনও তালিকায় আছে। তাঁর অভিযোগ, মৃত ভোটারদের নাম রেখেই শাসক দল সুবিধা নিচ্ছে। তৃণমূল জেলা সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “মৃত ভোটার বিজেপিকেই ভোট দিচ্ছে! আমরাও চাই তালিকা স্বচ্ছ হোক।”