বামনগোলা: বামনগোলার চার মাসের দেবস্মিতার লিভার নষ্ট, জীবনের লড়াইয়ে অসহায় বাবা — সমাজের সহানুভূতির আবেদন
মাত্র চার মাস বয়সী এক কন্যাশিশু জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিশুটির নাম দেবস্মিতা পাল।চিকিৎসকদের মতে, তার লিভার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তাকে বাঁচাতে একমাত্র উপায় লিভার প্রতিস্থাপন কিন্তু সেই অস্ত্রোপচারের খরচ প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা — যা দীন-দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা কার্যত অসম্ভব।