রঘুনাথপুর ১: ডাকাতির উদ্যোশে জড়ো হওয়া এক দুষ্কৃতীকে গ্রেফতার করে রঘুনাথপুর মহকুমা আদালতে তুলল রঘুনাথপুর থানার পুলিশ
ডাকাতির উদ্যোশে জড়ো হওয়া এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম প্রকাশ কৈবর্ত্য।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত দুরমুট গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়,সোমবার গভীর রাতে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে নতুনডি মোড় এলাকায় ডাকাতি,ছিনতাই করার জন্য বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে এমন খবর গোপন সূত্রে রঘুনাথপুর থানার পুলিশের কাছে আসতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ধৃত দুষ্কৃতী প্রকাশ কৈবর্ত্যকে পুলিশ ধরে ফেলে।