কোচবিহার ১: কোচবিহারের শেষ হলো নরেন্দ্র কাব ফুটবল প্রতিযোগিতা, উপস্থিত রাজ্যসভার সাংসদ ও বিধায়করা
বুধবার কোচবিহারে শেষ হলো নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা, এরপর হবে রাজ্য স্তরের প্রতিযোগিতা কোচবিহারে জানালেন বিজেপি জেলা সভাপতি। উল্লেখ্য কোচবিহার জেলার আটটি বিধানসভা কেন্দ্রের মোট 24টি দল নিয়ে গত ১১ ই সেপ্টেম্বর থেকে কোচবিহার MJN স্টেডিয়ামে শুরু হয়েছিল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট।আজ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়ী হয় তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের দল এবং রানার্স হয় শীতলকুচি বিধানসভা কেন্দ্রের দল।