২রা জানুয়ারি শুক্রবার পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকে SIRএর শুনানিতে হামাগুড়ি দিয়ে হাজির হতে দেখা গিয়েছিল ৮০শতাংশ এক প্রতিবন্ধী ব্যক্তিকে।ঐ প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করতে দেখা গিয়েছিল তৃণমূলকে।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রঘুনাথপুর দুই ব্লকের ধানাড়া ও রুকনিবেড়া গ্রামের তিনজন মহিলার বাড়িতে বিডিও অফিস থেকে টিম যায়।ঐ টিমে জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত সহ অন্যান্যরা ছিলেন।