আজ অর্থাৎ ১১ই ডিসেম্বর বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্র নারায়নপুর ৬৪ নং বুথে মসজিদ থেকে নদী বাঁধ পর্যন্ত ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা ও কাকদ্বীপের এসডিও প্রীতম সাহা, ছিলেন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মন্ডল,সহ-সভাপতি রাজবাহাদুর সিং বিডিও মহ: ইজরায়েল