হরিপাল: ২৯ টি মোবাইল ফোন এবং ২,৮৬,৩৩৫ টাকা উদ্ধার করে প্রতারণায় ভুক্তভোগীদের ফিরিয়ে দিলেন হরিপাল থানার পুলিশ
মঙ্গলবার হুগলির হরিপাল থানায় সাংবাদিক বৈঠকে DSP Headquarter অগ্নিশ্বর চৌধুরী। হুগলি গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে হরিপাল থানায় "ফিরে পাওয়া" কর্মসূচি। গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন সময় 29 টি হারিয়ে যাওয়া মোবাইল এবং সাইবার প্রতারণার মাধ্যমে হারানো প্রায় 2,86,335/- টাকা উদ্ধার করে সরাসরি মোবাইল মালিক এবং সাইবার প্রতারণায় ভুক্তভোগীদের ফিরিয়ে দিলেন পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার্স, সার্কেল ইন্সপেক্টর তারকেশ্বর, ওসি হরিপাল থানা