কান্দি: ভুয়ো পুলিশের স্টিকার ব্যবহার করে বড়ঞাতে ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১০, কান্দিতে সাংবাদিক বৈঠক SDPO - র
ভুয়ো পুলিশের স্টিকার ব্যবহার! বড়ঞাতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১০ পুলিশের ভুয়ো স্টিকার লাগিয়ে গাড়ি ব্যবহার করে বড়ঞা থানা এলাকায় ডাকাতি। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল মোট দশজনকে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, একটি ১৮ চাকার কনটেনার, দুটি গাড়ি। আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস করল বড়ঞা থানার পুলিশ। রবিবার সকালে কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেরদর সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগস্ট মাসের ২০তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ