খোয়াই: দক্ষিণ জাম্বুরা নিবাসী ক্ষুদ্র ব্যবসায়ী অভিজিৎ দেব লিভারের সমস্যায় গুরুতর অসুস্থ; দেখতে গেলেন বিজেপির নেতৃত্বরা
Khowai, Khowai | Sep 14, 2025 খোয়াই দক্ষিণ জাম্বুরা নিবাসী ক্ষুদ্র ব্যবসায়ী অভিজিৎ দেব বহুদিন ধরে লিভারের সমস্যায় গুরুতর অসুস্থ। আজকে উনাকে দেখতে ও চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নিতে খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ আমরা যাই । ইতিমধ্যেই উনার পাশে দাঁড়িয়েছেন খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, বিজিত প্রার্থী সুব্রত মজুমদার সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ।