ময়ূরেশ্বর ১: দীপাবলীর দিনে মল্লারপুরে BJP-র বুথ সভাপতি সহ BJP ও CPIM-এর একাধিক কর্মী যোগ তৃণমূলে
দীপাবলির দিনে ময়ূরেশ্বর১ ব্লকের অন্তর্গত মল্লারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রচন্দ্রপুর গ্রামের মতিলাল মন্ডল, চিত্তরঞ্জন দাস, সুকুমার লেট ও শৈলেন মন্ডলের নেতৃত্বে প্রায় 15 টি পরিবার বিজেপির বুথ সভাপতি সহ বিজেপি ও CPIM ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে আজ দুপুরে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্ব সহ বুথের সকল কর্মীবৃন্দ।