গাজোল: ঐতিহ্যবাহী বোল্লা পুজো দিতে গাজোল রেলস্টেশনে ভক্তদের ভিড় উপচে পড়েছে চোখে পড়ার মতো
Gazole, Maldah | Nov 9, 2025 ঐতিহ্যবাহী বোল্লা পুজো দিতে গাজোল রেলস্টেশনে ভক্তদের সমাগম। রবিবার সকাল আটটা থেকে একাধিক ট্রেনে হাজার হাজার ভক্তরা বোল্লা পূজা দিতে যাচ্ছেন। বোল্লা কালী পুজো দিতে যাচ্ছেন গাজোলের বিভিন্ন গ্রামের ভক্তরা। একাধিক ট্রেনে ঠাসাঠাসি ভিড় কে উপেক্ষা করেই ট্রেনে উঠে পড়েছেন। গাজোলের একলক্ষী সহ একাধিক এলাকার লোক ট্রেনে করে পুজো দিতে চলেছেন। উদ্দেশ্য ছিল শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে বোল্লা যাওয়া। কিন্তু সেই ট্রেনে সবাই উঠতে পারেননি। ওরা অপেক্ষা করতে থাকেন পথে