কোচবিহার ১: মাইক অপারেটরকে মারধরের অভিযোগ পুজো কমিটির সদস্যর বিরুদ্ধে, কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের
কোচবিহার শহরের এক পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে মাইক অপারেটর কে মারধরের অভিযোগ উঠল। জানা গেছে গতকাল রাত ১০ টা পার হয়ে গেলেও মাইক অপারেটর কে মাইক বাজানোর কথা বলা হয় পুজো কমিটির সদস্যদের পক্ষ থেকে। এরপরেই ওই মাইক অপারেটরকে মারধর করা হয় বলে অভিযোগ তুলে আজ কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করল কোচবিহার জেলা মাইক অনার্স এসোসিয়েশন। এদিন এই সংগঠনের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনবো