কোচবিহার ২: লক্ষ্য উত্তরবিধানসভা দখল, পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে তৃণমূলের মিছিল পাতলাখাওয়ায়
পাতলাখাওয়া বাজারে মিছিল করল তৃণমূল কংগ্রেস, উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। উল্লেখ্য শুক্রবার কোচবিহার 2নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই ব্লকের প্রত্যেকটি অঞ্চল কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ জনের একটি অঞ্চল কমিটির ঘোষণা করা হয়েছে। এদিন নতুন গঠিত এই অঞ্চল কমিটির সাথে বৈঠকের পাশাপাশি পাতলা খাওয়া বাজার এলাকায় মিছিল করে কোচবিহার 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি গায়ত্রী সরকার সহ নেতৃত্বরা।