মঙ্গলকোট: লক্ষ্মী আরাধনায় মাতোয়ারা মঙ্গলকোটের কৈচরের বাসিন্দারা, পুজো উপলক্ষ্যে অন্নকূটের আয়োজন আউশগ্রামের করোটিয়ায়
লক্ষ্মী আরাধনায় মাতোয়ারা মঙ্গলকোটের কৈচরের বাসিন্দারা। সোমবার আনুমানিক রাত ১০টা নাগাদ এমনই দৃশ্য দেখা যায়। অন্যদিকে এবার ১৭ বছরে পদার্পণ করল আউশগ্রামের করোটিয়া গ্রামের বলাকা ক্লাবের লক্ষ্মীপুজো। এখানে মহা ধুমধামে হয় লক্ষ্মীপুজো। সেই উপলক্ষ্যে এদিন কয়েকহাজার মানুষকে উৎসব প্রাঙ্গণে বসিয়ে খিঁচুড়ি ভোগ খাওয়ানো হয়। দু’দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।