কুমারগ্রাম: 9টি দাবিতে রায়ডাক গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিল CITU
সোমবার ৯টি দাবিতে রায়ডাক গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দিল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। ১০০ দিনের কাজ চালু, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, চা শ্রমিকদের নূন্যতম মজুরি প্রদান, বনবস্তিবাসীদের পাট্টা ও খতিয়ান তাদের নামে করার মতো ৯টি দাবি জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েত অফিসের সমানে বিক্ষোভ কর্মসূচির পর প্রধান ময়ূরী মিঞ্জের হাতে দাবিপত্রটি তুলে দেন সিআইটিইউ নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিআইটিইউ'র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিদ্যুৎ গুন সহ অন্যরা।