বহরমপুর: BSNL কোঅডিনেশন কমিটি এবং অল ইন্ডিয়া ক্যাজুয়াল কন্ট্রাক্ট মজদুর ইউনিয়নের সভার আয়োজন বহরমপুরে
বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি এবং অল ইন্ডিয়া ক্যাজুয়াল/কন্ট্রাক্ট মজদুর ইউনিয়ন যৌথ ভাবে এক সভার আয়োজন করেন, সভার মূল বিষয় হলো--'পেনশন ভ্যালিডেশন অ্যাক্ট', কেন্দ্রীয় সরকার চালু করার ফলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় দপ্তরের কর্মচারীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই আর্থিক ক্ষতি রুখতে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ সৃষ্টি করতেই এ দিনের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়