বারাসাত ১: বাতিল হয়ে যাওয়া কাস্ট সার্টিফিকেট ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে বারাসাতে জেলা ওয়েলফেয়ার আধিকারিককে ঘিরে বিক্ষোভ
বাতিল হয়ে যাওয়া কাস্ট সার্টিফিকেট ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে বারাসাতে জেলা ওয়েলফেয়ার আধিকারিককে ঘিরে বিক্ষোভ অভিযোগের ভিত্তিতে দুইজন মেডিকেল ছাত্রীর কাস্ট সার্টিফিকেট বাতিল করে দেয় sdo বারাসাত। পুনরায় দুই মেডিকেল ছাত্রীর কাস্ট সার্টিফিকেট ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আজ উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে জেলা ওয়েলফেয়ার আধিকারিক স্মারক লিপি দেয় সিডিউল কাস্ট সংগঠনের সদস্যরা। পাশাপাশি ওয়েলফেয়ার আধিকারিককে ঘিরেও বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা।