পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সাড়ম্বরে পালিত হচ্ছে Swami Vivekananda-এর ১৬৪তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। আশ্রমের শীর্ষসেবক Swami Satyashibananda জানান, প্রতি বছরের মতো এবছরও বিশেষ এই তিথিতে নানা ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের যুবসমাজের আদর্শ। বর্তমান বৈশ্বিক সংকট থেকে উত্তরণের পথ তাঁর ভাবাদর্শেই নিহিত।