সাঁকরাইল: দীপাবলির আগে বাজি বিক্রেতা ও সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল সাঁকরাইল থানার পুলিশ
দীপাবলির আগে বাজি বিক্রেতা ও সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল সাঁকরাইল থানার পুলিশ। সোমবার বিকেলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন বাজার এলাকায় মাইকিং করে জানানো হয়, আদালতের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি বিক্রি ও ব্যবহার করা যাবে। পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে অবৈধ বাজি বিক্রি বা ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।