মেদিনীপুর: গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করে বাগঘরা এলাকায় রবিবার রাতে হাতির দল
চাঁদড়া রেঞ্জ এলাকার বিভিন্ন অংশে আগে থেকেই ঘোরাফেরা করছিল হাতির দল। রবিবার রাত নটার পর তাদেরই বেশ কয়েকটি হাতি প্রবেশ করে গেল বাগঘরা সংলগ্ন এলাকায়। বহু ধানের জমিতে তান্ডব চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।