বিশালগড়: নেশাগ্রস্ত এক ব্যক্তি অফিসটিলা বাজার কে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা, আটক ১
শুক্রবার রাতে বিশালগড় অফিসটিলা বাজারকে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে মিঠু দেবনাথ বাড়ি অফিসটিলা বনবিহার এলাকায়। পরবর্তী সময়ে বাজারের ব্যবসায়িকরা মিঠু দেবনাথ কে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অফিসটিলা বাজারের ব্যবসায়িকরা থানায় দ্বারস্থ হয়ে মিঠু দেবনাথের কঠোর শাস্তি দাবি করেন।