জাড়া এলাকায় পাড়া বৈঠকের মধ্যে দিয়ে শুরু হলো উন্নয়নের সংলাপ কর্মসূচি। আজ বিকেল ৪:৫০ নাগাদ জাড়া এলাকায় বৈঠক করে মানুষজনেদের রাজ্যের উন্নয়ন মূলক প্রকল্পের কাজ তথ্য সহকারে তুলে ধরা হয়। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ সহ এলাকার কর্মী সমর্থকেরা।