পাড়া: পাড়া থানার লিপানিয়া গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যাক্তির
Para, Purulia | Oct 19, 2025 পাড়া থানার লিপানিয়া গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যাক্তির। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত মাহাতো বয়েস ৪৫ বাড়ি লিপানিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি দিনের মতো ওই ব্যাক্তি লিপানিয়া গ্রামের নিসাকর গইড়া নামক একটি জলাশয় স্নান করতে গিয়েছিলো। সেই সময় জলে ডুবে তার মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর