রায়গঞ্জ: ভোট না হওয়ায় পরিষেবা ভেঙে পড়ার অভিযোগে রায়গঞ্জ পুরসভা অভিযানে সিপিএম,কটাক্ষ পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসের
রায়গঞ্জ এরিয়া কমিটির দপ্তর থেকে মিছিল শুরু করে শতরূপ ঘোষ, পলাশ দাসের নেতৃত্বে পুরসভা অভিযানে নামে সিপিএম। পুরসভার সামনে পৌঁছতেই পুলিশের কড়া নিরাপত্তায় ব্যারিকেডে আটকে দেওয়া হয় মিছিল। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে শুরু হয় ধস্তাধস্তি। এরপর পুরসভার গেটের সামনে স্লোগানে মুখর হয়ে ওঠেন সিপিএম নেতা-কর্মীরা।অভিযোগ, প্রশাসক বোর্ডের হাতে পুরসভা চলে যাওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন নানান পরিষেবা থেকে। অন্যদিকে প্রশাসক বোর্ডের দাবি, মানুষই সিপিএমকে প্রত্যাখ্যান করেছে।