এই মূহুর্তে বড় খবর। গতকালকের পর ফের এদিন তৃণমূল ছাত্র পরিষদের মিছিল ঘিরে সড়গরম হয়ে উঠলো গুসকরা কলেজ ক্যাম্পাস। কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত অব্যাহত। গতকাল একাংশ পড়ুয়া কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল করে কমিটি বাতিলের দাবি জানায়। তাদের অভিযোগ, বহিরাগতদের প্রভাবে ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তার পাল্টা এদিন মিছিল করা হয়।