খোয়াই: বিপিসি পাড়া এলাকায় ড্রেনের জল রাস্তায়; অসুবিধায় সাধারণ মানুষ
Khowai, Khowai | Oct 2, 2025 বিপিসি পাড়া এলাকায় ড্রেনের জল রাস্তায়; অসুবিধা সাধারণ মানুষ এরকমই দৃশ্য ধরা পরল আমাদের ক্যামেরায় বিকেল চারটা নাগাদ। একনাগাড়ে বৃষ্টির ফলে বিপিসি পাড়া এলাকায় ড্রেনের আবর্জনার স্তুপ এর কারণে রাস্তায় জল গড়িয়ে পড়ে। এতে অসুবিধা সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের।