নলহাটি ২: শুক্লা চতুর্দশী তিথিতে আকালীপুরে মহারাজ নন্দকুমারের প্রতিষ্ঠিত গুহ্যকালীর বিশেষ পূজোর আয়োজন
সকাল থেকেই শুরু হয়েছে নলহাটি দুই নম্বর ব্লকের আকালীপুরে বহু প্রাচীন মাহারাজ নন্দ কুমারের প্রতিষ্ঠিত মা গুহ্য কালী মন্দিরে বিশেষ পূজো। দূর্গা পূজোর পর শুক্লা চতুর্দশী তিথিতে প্রত্যেক বছর মায়ের নিত্য পূজোর পাশাপাশি হোমযোজ্ঞ , বলিদান সহযোগে এই বিশেষ পূজো হয়। মায়ের অন্ন ভোগেও রয়েছে বিশেষ পদ নিত্য অন্য, তরকারি ,শাক, মাছের টকের পাশাপাশি রয়েছে পাঁচ ভাজা, খিচুড়ির ভোগ, পায়েশের ভোগ ও বলিদান এর পাঁঠার মাংস সহ আরো অন্যান্য পদ।