রায়গঞ্জ: ছানিমুক্ত রায়গঞ্জ গড়তে উদ্যোগ বিধায়ক কৃষ্ণ কল্যাণীর, ১৮ নং ওয়ার্ডে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে চশমা প্রদান কর্মসূচি
ছানিমুক্ত রায়গঞ্জ শহর গড়তে উদ্যোগ রায়গঞ্জের বিধায়কের। প্রতিবছরের ন্যায় এ বছরও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এবং রায়গঞ্জ লায়ন্স ক্লাবের সহযোগিতায় চলছে চক্ষু পরীক্ষা শিবির। শুক্রবার ১৮ নম্বর ওয়ার্ডে ভারত সেবক সমাজ ক্লাব প্রাঙ্গনে এই চক্র পরীক্ষা শিবিরে প্রায় ৮০জন সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান। চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এদিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, প্রদীপ কল্যাণীসহ অন্যান্যরা।