নিতুড়িয়া: DVCর RTPS কারখানার মূল গেটের অদূরে শিল্প বান্ধব কমিটি ও লোকাল জমিহারা কমিটির বৈঠকে আন্দোলনের রূপরেখা তৈরি হল
জমিহারা পরিবার গুলির ও এলাকার বেকার যুবক যুবতীদের অবিলম্বে DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানায় কাজে নিয়োগ সহ অন্যান্য বেশ কিছু দাবিতে আন্দোলনের রূপরেখা তৈরি করতে শনিবার সন্ধ্যায় DVCর পুরুলিয়ার রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানার মূল গেটের অদূরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের ঐ বৈঠকে উপস্থিত ছিলেন জগন্নাথ বাউরি,স্বপন মাহাথা,সাধন দিগার,উৎপল পরামাণিক সহ অন্যান্যরা। স্বপন মাহাথা জানান এদিনের বৈঠকে আন্দোলনের রুপরেখা তৈরি হয়েছে।