মাথাভাঙা ১: মাথাভাঙ্গা থানার সীমানা সংলগ্ন কালী মন্দিরে কালী পূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে, দ্রুত গতিতে
মাথাভাঙ্গা থানা সীমানা সংলগ্ন কালী মন্দির পূজা কমিটির পক্ষ থেকে কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দেখা গেল এই চিত্র। ইতিমধ্যে থানা সীমানা সংলগ্ন কালী মন্দির পূজা কমিটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় আলোকসজ্জা করা হয়েছে এবং মন্দিরটিকে সাজানো হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে কালীপুজো উপলক্ষে আগামী একুশ এবং বাইশে অক্টোবর দুদিন ব্যাপী মুম্বাই কলকাতা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।।